পর্যবেক্ষণ ও মূল্যায়ণ

• আইইউবিএটি পরিচালিত কৃষি পরামর্শ কার্যক্রমে প্রতিদিনের সকল কার্যক্রম যথা রেকর্ডকৃত প্রশ্নোত্তর, বিভিন্ন লেভেলের (১,২,৩ লেভেল) গ্রহণকৃত ও প্রেরণকৃত তথ্য, অসম্পাদিত কাজ, বিশেষজ্ঞদের ভূমিকা, ই-মেইল, এসএমএস, বাতিলকৃত ও অগ্রহণযোগ্য প্রশ্নসমূহ, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না হওয়ার কারণ এবং এসব কাজের সাথে জড়িত অন্যান্য বিষয়ের ব্যাপারে কৃষি বিজ্ঞান কলেজ সম্পূর্ণ দায়ী থাকবে।


• কৃষি বিজ্ঞান কলেজ ১৫ দিন পর পর বিশেষজ্ঞ ও অপারেটরদের সাথে বৈঠকে মিলিত হয়ে উদ্ভূত সকল সমস্যার সমাধান করবে। পরামর্শ কার্যক্রম চালুর ৬ মাসের মধ্যে এ ধরণের সভা খুব ভাল ফল বয়ে আনবে কারণ এতে তথ্য প্রদানের ক্ষেত্রে যেসব সমস্যা দেখা যাবে সেগুলোর সমাধান পেতে সহজ হবে।