সিএএস সম্পর্কে

কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস সম্পর্কে


কৃষি নির্ভর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে, কৃষক এবং কৃষি কর্মের সহায়ক আধুনিক প্রয়োগিক শিক্ষার সম্প্রসারণের স্বার্থে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সূচনা লগ্ন থেকেই কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর কার্যক্রম শুরু হয়। কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস থেকে বর্তমান বিজ্ঞানের যুগপোযোগী উন্নয়নের সাথে সাথে আধুনিক প্রযুক্তি আর প্রায়োগিক ধারাণার প্রেক্ষাপটে কৃষিতত্ত্ব-ভিত্তিক উন্নত প্রযুক্তি প্রয়োগের সার্বিক কলা কৌশলের উপরে দেশের কারিগরি দক্ষ জনশক্তির চাহিদার ভিত্তিতে দক্ষ, প্রশিক্ষিত এবং পরিশ্রমী কৃষি গ্রেজুয়েট (বিএসএজি) তৈরী করা হয়। চার বৎসরে সর্বমোট বারটি শিক্ষা সেমিষ্টারে (একটি প্রাকটিকাম সেমিষ্টারসহ) ১৪৫ ক্রেডিট ঘন্টার কৃষিতত্ত্ব বিষয়ক কার্যক্রমের বাস্তবায়নে শিক্ষা দান করা হয়। এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদনক্রমে অপরাপর কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমের সঙ্গে সঙ্গতি রেখে কৃষি শিল্পের মাঠ ও ব্যবসায়িক কার্যক্রমের সফল বাস্তবায়ন সংশ্লিষ্ট চাহিদার বিবেচনায় কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস থেকে বিএসএজি ডিগ্রি প্রদান করা হয়। এখান থেকে ডিগ্রিপ্রাপ্ত হয়ে দেশের কৃষিকর্ম এবং ব্যবসা সংশ্লিষ্ট সকল ক্ষেত্রেই চাকুরি পেতে পারেন এবং দেশের সরকারী কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশে ও বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করতে পারেন।কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেসের গবেষণাগারে এবং ডেমোনস্ট্রেশন ফিল্ডে প্রাপ্ত সকল সুবিধায় কলেজের পিএইচডি ডিগ্রিধারী সকল শিক্ষক তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে কলমে শিক্ষাদান করেন। একই সাথে শিক্ষকগণ কৃষি প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন এবং সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। সেমিনার, কর্মশালা এবং মেলার আয়োজন করে কলেজ থেকে শস্য, খাদ্য সামগ্রী ও প্রযুক্তির পরিচিতি সংশ্লিষ্ট ধারণা দেয়া হয়। গবেষণা হতে প্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষে ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ৩৮৪ একর জলাভূমিতে মাছ চাষ প্রকল্প চালু আছে । এছাড়া, ঢাকা জেলার শ্রীপুরে ৩০ বিঘা জমিতে হটিকালচার প্রকল্প, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ১০০ একর জমিতে পাহাড়ী চাষ প্রকল্প এবং জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামে ৫.৬ একর জমিতে রাবেয়া এন্ড রশিদ মিয়া মেমোরিয়াল কমপ্লেক্সে এগ্রো-ট্যুরিজম এবং চর উন্নয়নের কাজ বাস্তবায়নাধীন রয়েছে । এছাড়াও দেশের কৃষি কার্যক্রমের সফল বাস্তবায়নের স্বার্থে সকল স্তরের কৃষক ও সুবিধাভোগীগণ যাতে অতি সহজে কৃষি প্রযুক্তি প্রয়োগে সহায়তা পেতে পারেন সে সব বিষয়াদি সার্বিক বিবেচনায় রেখে কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস এর অধীনে আইইউবিএটি এগ্রিকালচারাল এডভাইজারী সার্ভিসেস বা আইএএএস নামক সেবা কার্যক্রম চালু আছে ।